Sharing is caring!
একটা চাদ ছাড়া রাত আধার কালো লিরিক্স – Ekta Chad Chara Raat Adhar Kalo Lyrics
একটা চাঁদ ছাড়া রাত আধার কলো
মায়ের মমতা ছাড়া কে থাকে ভাল
মাগো মা মাগো মা
তুমি চোখের এতো কাছে থেকে
দূরে কেন বলোনা
মাগো মাগো মাগো মোগো মা
………… ~~~~ ……………..
একটু স্নেহ একটু আদর একটু তোমার মায়া
পাইনি মাগো অনেক বছর
তোমার আঁচল ছায়া ..
একটু স্নেহ একটু আদর একটু তোমার মায়া
পাইনি মাগো অনেক বছর
তোমার আঁচল ছায়া ..
মাগো মা মাগো মা
তোমার কাছে আছে সকল বাধা
এই বার তুলনা।
মাগো মাগো মাগো মোগো মা
…………. ~~~~ ……………..
খাঁচার পাখি খাঁচায় বসে
দুরের আকাশে দেখে
কেমন করে ঘুমাও মাগো
আমায় একা রেখে।
খাঁচার পাখি খাঁচায় বসে
দুরের আকাশে দেখে
কেমন করে ঘুমাও মাগো
আমায় একা রেখে
মাগো মা মাগো মা
তোমার চরণ ধুলায় নেবার আশা পূরন হোল না ..
মাগো মাগো মাগো মোগো মা
একটা চাঁদ ছাড়া রাত আধার কলো
মায়ের মমতা ছাড়া কে থাকে ভাল
মাগো মা মাগো মা
তুমি চোখের এতো কাছে থেকে
দূরে কেন বলোনা
মাগো মাগো মাগো মোগো মা।
Ekta Chad Chara Raat Adhar Kalo Lyrics – একটা চাদ ছাড়া রাত আধার কালো লিরিক্স. Kumar Bishwajeet live performance Video
Here are more Lyrics of Exclusive Songs.
Sharing is caring!